অশোক মুখার্জি কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, আদিবাসী রাখাইন জনগোষ্ঠী এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
তাদের নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিঁনি রাখাইন সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ বাসস্থান ও ভূমি-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রবিবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলাপাড়া রাখাইন কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় তিঁনি এসব কথা বলেন।
বাংলাদেশ রাখাইন বৌদ্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মংলাচিন এর সভাপতিত্বে এবিএম মোশাররফ আরও বলেন, "সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াও বিভিন্ন সময়ে আদিবাসী রাখাইন সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। রাখাইন সম্প্রদায়ের ভাষা-সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো ও জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের কথা সাবেক প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেছিলো।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাখাইন বৌদ্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা সভাপতি এমং তালুকদার, রাখাইন বৌদ্ধ বিহার পটুয়াখালী জেলা সভাপতি মংখেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় কুয়াকাটা, লতাচাপলী ও মহিপুর এলাকার বিপুলসংখ্যক রাখাইন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় রাখাইন সম্প্রদায়ের নেতারা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেন। বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান, ধর্মীয় সম্প্রীতি এবং উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়নে আদিবাসী জনগোষ্ঠীর অবদানের কথা গুরুত্বসহকারে উল্লেখ করেন। সভাটি সঞ্চালনায় ছিলেন মংচোমেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.