যশোর প্রতিনিধি
জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু’র ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শরিফুল আলম খানের কাছে পরিবারের পক্ষ থেকে মরদেহ হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে এই কার্যক্রমে অংশ নেন মরহুমের স্ত্রী মেরীনা আখতার, ভাই মোস্তফা কামাল ও কন্যা নিবেদিতা নার্গিস।
মরদেহ হস্তান্তরের আগে সকাল সাড়ে ৯টায় মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ে প্রয়াত আজাদুল কবির আরজু’র তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেসিএফের মাঠ পর্যায়ের ৫২টি জেলার উর্ধ্বতন কর্মকর্তা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় সর্বস্তরের মানুষ মরহুম আরজু’র প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাগরণী চক্র ফাউন্ডেশনের ৪টি অঞ্চল ও ২৫টি জোনের সঙ্গে শিশু নিলয় ফাউন্ডেশন, চরকা পরিবার, সিএসপি, সিএইচপি, এনজিও যশোর, জেসিএফ সাবেক সভাপতি জন. এস বিশ্বাস, ইউনাইটেড ফাইনান্স, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস), স্বাধীন মহিলা সমিতি, জেসিএফ বিডি-১৭ প্রকল্প, মনিটরিং সেল, ব্যাংক এশিয়া, সুখি মহিলা উন্নয়ন সমিতি, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম, জেসিএফ ডিআরপি প্রকল্প, মৌমাছি স্কুল, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পরশমনি মহিলা উন্নয়ন সমিতি, গ্রীণ বাজার ও জেসিএফ পরিবারও শ্রদ্ধা নিবেদন করেন।

