আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে রবিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিপুল সংখ্যক সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
সভায় ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, “দেশে দীর্ঘদিন ধরে ন্যায় ও ইনসাফভিত্তিক শাসনের অভাব রয়েছে। দুর্নীতি, বৈষম্য ও অনিয়ম সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে গেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব দিতে প্রস্তুত।”
ড. ইলিয়াস মোল্লা সভায় উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার সুযোগ দেওয়া হোক।
বিশেষ অতিথির বক্তব্যে আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশের মানুষের জান-মালের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতের বিকল্প নেই।”
উপজেলা নায়েবে আমীর এস এম রিদওয়ানুন্নবী বলেন, “আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নিলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। জামায়াতে ইসলামী সেই কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে।”
সভায় সভাপতিত্ব করেন পাচুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর নাসির শেখ। তিনি বলেন, “পাচুড়িয়া ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে।”
সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ইসলামের দশ দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচনী কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

