চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোট প্রার্থনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কঠোর অবস্থানে কাজ করছে পুলিশ প্রশাসন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা–১ সংসদীয় আসনের আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের যুগীরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে জামায়াত ও এর অঙ্গসংগঠনের নারী নেতাকর্মীরা রোববার বেলা সাড়ে ৩টার দিকে গ্রামে বাড়ি বাড়ি প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির কয়েকজন নারী কর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে বিএনপির পুরুষ কর্মীরাও ঘটনাস্থলে এসে জামায়াতের নারী কর্মীদের গ্রাম ছেড়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে জামায়াতের আরও নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধরের অভিযোগ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষ ছত্রভঙ্গ করে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন,“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।”
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.