ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার লাঙ্গল বাঁধ বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক অফিসের সামনে নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে রবিবার দিবাগত রাতে মুক্তার হোসেনের বাড়িতে ডাকাতির সময় জনতা ১টা পাইবগান, ৩ রাউন্ড গুলি সহ এক ডাকাত দলের সদস্য কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
আটক কৃত ব্যক্তি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পারকুল গ্রামের সাবু মোল্লার ছেলে সাব্বির হোসেন মোল্লা বলে জানা গেছে। এসময় বাড়ির মালিক মুক্তার হোসেন ডাকাত দলের সদস্যদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে।
লাঙ্গলবাঁধ (মালিথিয়া) ক্যাম্পের এসআই তামিম জানান আটকৃত সন্ত্রাসী সাব্বির হোসেন মোল্লার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শৈলকুপা উপজেলার ডাউটিয়া গ্রামের জিয়া মন্ডলের ছেলে রাসেল মণ্ডল কে একটা চাপাতিসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এই ব্যাপারে বাড়ির মালিক রাজিব শাহ জানান তাদের ভাই বোনের মধ্যে বাবার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। তার যে ধরে আমাদের ভাই বোনের মধ্যে বাগ বিতান্ড হয়।
সেই ঘটনায় আমার ছোট বোন রুমি খাতুনের স্বামী সন্ত্রাসী রবিউল ইসলাম তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমাদের বাড়িতে ডাকাতি ও আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করলে ডাকাত দলের সদস্য সন্ত্রাসী সাব্বির হোসেন মোল্লাকে অস্ত্রসহ ধরে পুলিশের কাছে সোপর্দ করি।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকায় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ডাকাতির মামালা দিয়ে কোটে সপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.