Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জনপদ থেকে কৃষকের মাঠে, ট্রাকের বার্তায় ব্যস্ত ফারদিন ইয়ামিন

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন ট্রাক প্রতীকের পক্ষে ভোট দেয়ার আহবানে মহাসড়ক থেকে কৃষকের মাঠে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বিরামহীন ভাবে।

প্রচারণার চতুর্থ দিনে রবিবার  (২৫ জানুয়ারি) দিনভর বাবুগঞ্জ মুলাদী সংসদীয় আসনের বুলাদি উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে  দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে ট্রাক প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে এইচ এম ফারদিন ইয়ামিন বলেন, আমরা ক্ষমতার রাজনীতি নয়, অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি। তিনি বলেন,  বাবুগঞ্জ–মুলাদীর মানুষ উন্নয়নের নামে শুধু আশ্বাস পেয়েছে, বাস্তব পরিবর্তন পায়নি। নির্বাচিত হলে এ এলাকার মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, নদী ভাঙ্গন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে কাজ করব।

গণসংযোগকালে গণঅধিকার পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দলের বার্তা তুলে ধরেন এইচ এম ফারদিন ইয়ামিন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন ধারাবাহিকভাবে বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।