নরসিংদী প্রতিনিধি
ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় নরসিংদী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট ঈদগাহ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর সারোয়ার আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের দেহ ও মনকে সুস্থ রাখে। শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। নরসিংদী জেলা খেলাধুলায় সুনামের অধিকারী—এই ঐতিহ্য ধরে রাখতে হবে। ভবিষ্যতে এখান থেকে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে—এই লক্ষ্য নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
ভলিবল প্রতিযোগিতায় জেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— রায়পুরা স্পোর্টস একাডেমী, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, কারারচর স্পোর্টস একাডেমী, ইলমা একাডেমী, পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং পিসিএসসি স্পোর্টস একাডেমী।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রায়পুরা স্পোর্টস একাডেমী এবং রানার্সআপ হয় ইলমা একাডেমী। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

