কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জাতীয় পার্টির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনটি পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান। মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান হিসেবে তাঁর প্রতি ভালোবাসা ও আস্থার জায়গা থেকেই লাখো এরশাদপ্রেমী মানুষের কাছে লাঙ্গলের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন তিনি।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাউনিয়া ও পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, হাট-বাজার, চা ও পান দোকানসহ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে লাঙ্গল মার্কায় ভোট ও সমর্থন কামনা করছেন শাহ্ মাহবুবার রহমান। গণসংযোগকালে তিনি বলেন, লাঙ্গলের এমপি হলে এলাকায় উন্নয়ন হবে, থাকবে না সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতি। পাশাপাশি হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।
কাউনিয়া কলেজপাড়া এলাকায় এক উঠান বৈঠকে মরহুম এরশাদের পক্ষে লাঙ্গলে ভোট চাওয়ার সময় সমবেত নারী-পুরুষরা সমস্বরে বলে ওঠেন— ‘হামার লাঙ্গল হামরা তোলমো বাহে’। এ সময় তারা জাতীয় পার্টির প্রার্থীকে বলেন, “তোমরা খালি লাঙ্গলের কথা মানুষগুলার কানে পৌঁছান, দেখমেন অন্য মার্কার খাওয়া থাইকপার নয়। এবার হামরা জিতমোই বাহে।”
এলাকার হাজারো মানুষের এমন স্বতঃস্ফূর্ত সাড়া ও প্রেরণা নিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতে ব্যস্ত সময় পার করছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান। নানা বয়সী নারী-পুরুষের কাছে ভোট প্রার্থনার মাধ্যমে তিনি রংপুর-৪ আসনে জাতীয় পার্টির হারানো অবস্থান পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.