Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের মনন ও মেধাবিকাশে পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক চর্চার বিকল্প নেই — মাহির আমির দায়ান

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে যশোরের মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির আমির দায়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক প্রণয় কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিনুর রহমান, সিনিয়র শিক্ষক কার্তিক চন্দ্র হালদার, মো. আক্তারুজ্জামান, মাসুদ ইকবাল, মো. ওয়াহিদুজ্জামান, মো. ইয়াছিন আলী, শাহরিয়ার রহমান, নাজমা খাতুন, ফাতিমা খাতুন, মিলন মন্ডল, মোস্তাফিজুর রহমান এবং অভিভাবক মো. শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তোলে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম তালুকদার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শুধু শিক্ষার মানেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।