দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংগবদ্ধ চোরচক্র ওই দোকান থেকে নগদ টাকাসহ আনুমানিক ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শিল্পনগরী আল্লারদর্গা বাজারে অবস্থিত ‘রিওন জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক স্বর্ণ ব্যবসায়ী আক্কাস বিশ্বাস জানান, চোরেরা দোকানে থাকা নগদ ১৪ হাজার ৭০০ টাকা ও প্রায় ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে মুখ ও চোখ ঢাকা চারজন ব্যক্তি কৌশলে দোকানের ভেতরে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়। পরে সকালে দোকান খুলে ভেতরের অবস্থা দেখে আক্কাস বিশ্বাস তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে দোকানের তিনজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন,“স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দোকানের তিনজন কর্মচারীকে থানায় আনা হয়েছে। দোকান মালিক এখনো লিখিত অভিযোগ দেননি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

