আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
“বিজয় মহান, বিজয়ের সংগ্রাম মহত্তর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬-এর আহ্বায়ক কার্ত্তিক চন্দ্র দাস উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানান।
এরপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস।
সোমবার (২৬ জানুয়ারি ) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, মশাল দৌড় এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় অতিথিদের ব্যাজ পরিয়ে, সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।
এ বছর প্রতিযোগিতায় মোট ২২টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সালাম বলেন,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুশৃঙ্খল জাতি গঠনে এর অবদান অনস্বীকার্য। সীমিত সাধ্যের মধ্যেও এমন আয়োজন করতে পেরে আমরা গর্বিত।
তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকবে। সীমিত সম্পদের মধ্যেও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজকে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা ও সংস্কৃতি চর্চার একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
সভাপতির বক্তব্যে প্রবীর কুমার বিশ্বাস বলেন,ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশে সহায়ক। এই আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও প্রভাষক মোরাদ হোসেন তালুকদারসহ কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মাহিদুল হক।
বর্ণাঢ্য আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.