জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে ধানের শীষের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম সনি।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তারা বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সচিব আব্দুল বারীর পক্ষে জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণা চলাকালে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার বলেন,“জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়া পরিবারের আস্থাভাজন সাবেক সচিব আব্দুল বারী। আগামীর উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে তাকে বিজয়ী করা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, তরুণ সমাজ বিএনপির পাশে ঐক্যবদ্ধ রয়েছে এবং ভোটের মাধ্যমে জনগণ এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।
গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করে ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থনের কথা জানান।

