Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এতদিন আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এখন অন্য একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে–হাতিয়াতে তারেক রহমান

ছায়েদ আহামেদ,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ছায়েদ আহামেদ,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫-১৬ বছর আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এ কাজটি করেছে, তারা দেশ থেকে চলে গেছে। এখন অন্য একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে, নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

সোমবার(২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে ভিডিও বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিডিও বক্তব্যে তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন ক্লাস ওয়ান থেকে একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

মেয়েদেরকে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবং নারীদের সংসার পরিচালনার সহযোগিতার জন্য আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। শিক্ষিত বেকার ভাইদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে ব্যাংক ঋণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের সহযোগিতার জন্য আমরা কৃষি কার্ডের ব্যবস্থা করবো।

দেশটা আমাদের সকলের, সকলে কাজ করে আমাদের দেশটাকে গড়তে হবে।

বিএনপির চেয়ারম্যান আরো বলেন, হাতিয়ার নদী ভাঙন রোধ ও বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে। এজন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। ১২ ফেব্রুয়ারি সকলে তাহাজ্জুদ পড়ে স্ব স্ব এলাকার ভোট কেন্দ্রে চলে যেতে হবে। সেখানে গিয়ে ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে। এবং সর্বশেষ ভোট গুণে বুঝে নেওয়ার আহবান জানান সকলের প্রতি।

জনসভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম) ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে হাতিয়ার প্রতিটি ইউনিয়ন থেকে ধানের শীষের সমর্থনে খন্ড খন্ড মিছিল দ্বীপ সরকারি কলেজ মাঠে এসে জড়ো হয়। এতে প্রায় বিশ সহস্রাধিক মানুষের সমাগম হয়। জনস্রোতে পুরো মাঠ ভরে গিয়ে আশপাশের রাস্তায়ও জ্যাম সৃষ্টি হতে দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।