সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী প্রচারণায় এবার যুক্ত হয়েছেন বরিশাল আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা ও মহানগর আইনজীবী নেতৃবৃন্দ ২৬ জানুয়ারি সোমবার কলেজ গেট ও মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
প্রচারণাকালে আইনজীবী নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। আইনজীবী নেতৃবৃন্দ বলেন , মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তারা।
এ সময় বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । প্রচারণায় আইনজীবী সমাজের সরব উপস্থিতি এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.