তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না এবং দলের কোনো কর্মী যদি অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, “বিএনপিতে কোন চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই নেই। সবাই মিলে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাবিবুল ইসলাম হাবিব। তিনি কর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের কাছে সমর্থন কামনা করেন।
সমাবেশে খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছরোফ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান এবং যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ প্রমুখ।

