Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের প্রাণবন্ত মতবিনিময় সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক হৃদ্যতাপূর্ণ ও প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর–১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের এমপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ সভাটি এক মিলনমেলায় পরিণত হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার বাকাইল রোডের একটি বিশেষ ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈছা। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা শুধু ইতিহাস নন, তাঁরা আমাদের প্রেরণা। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের জন্ম। আজ যখন গণতন্ত্র ও ভোটাধিকার হুমকির মুখে, তখন মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের শক্তি জোগায়। বিএনপি অতীতেও মুক্তিযোদ্ধাদের পাশে ছিল, আগামীতেও থাকবে।”

মতবিনিময় সভায় এমপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা কোনো দয়া নয়—এটি আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং তাঁদের ন্যায্য অধিকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করব।” সভা শেষে তিনি উপস্থিত সকলের কাছে ভোট ও দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, “আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ পেলে এলাকার উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা তাঁদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা খোলামেলাভাবে তুলে ধরেন। বক্তারা আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।