গাজীপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গাজীপুর-৫ (কালিগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) আসনে নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের উপর বিএনপি নেতাকর্মীরা বাধা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা সাবেক আমীর মুহাম্মদ মাহমুদুল হাসান জানিয়েছেন, গাজীপুর-৫ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ধারাবাহিকভাবে বাধা দেওয়া হচ্ছে এবং কর্মীদের ভয় দেখানো হচ্ছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণে লিখিত আবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
অভিযোগ অনুযায়ী, সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান স্কুল সংলগ্ন এলাকায় জামায়াতের প্রচারণায় অংশ নিতে গেলে বিএনপি নেতারা বাধা দেন এবং হুমকি দেন। একই দিনে বিন্দান মাদরাসা মার্কেটে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার টাঙানোর সময়ও সমর্থকদের উপর হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।
জামায়াতের পূবাইল থানা নায়েবে আমীর অ্যাডভোকেট শামীম মৃধা অভিযোগ করেছেন, ভোটের ফল প্রভাবিত করার জন্য একটি নির্দিষ্ট গোষ্ঠী কেন্দ্রকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, যা নির্বাচনী সন্ত্রাসের স্পষ্ট বহিঃপ্রকাশ।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা জাকির সরকার। তিনি দাবি করেছেন, তিনি কাউকে হুমকি দেননি, কেবল তার বাড়ির সামনে ব্যানার না লাগানোর অনুরোধ করেছিলেন।
স্থানীয় ভোটাররা জানিয়েছেন, ভোটের আগে এই ধরনের ঘটনা পরিবেশ নষ্ট করছে এবং তা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অশনিসংকেত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ ভূমিকা ছাড়া নির্বাচনী মাঠে সমান সুযোগ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

