শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২, শেরপুর জোনাল অফিসের আয়োজনে কুসুম্বী ইউনিয়নের বোর্ডের হাটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, ট্রান্সফর্মার চুরি প্রতিরোধ ও গণভোট ২০২৬-এ ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম পান্না সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল বর্মন, এজিএম মোঃ আব্দুল, পিইউসি আব্দুল আলীম এবং ইন্সপেক্টর সবুজ হাওলাদার।
বক্তারা বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় ট্রান্সফর্মার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা শুধু বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে না, সাধারণ গ্রাহকদের জন্যও ক্ষতির কারণ হচ্ছে। স্থানীয় সহযোগিতা, নজরদারি এবং দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই চক্র প্রতিহত করা সম্ভব।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গ্রাহকরা অংশগ্রহণ করেন এবং ট্রান্সফর্মার চুরি রোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

