বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাজমুল হক সাঈদীর সমর্থনে জামালপুরের বকশীগঞ্জে গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও জোটের নেতা কর্মীরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে বকশীগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের করা হয়।
গণমিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলে উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমীর মওলানা আবদুল মতিন, পৌর সেক্রেটারী রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমীর মওলানা মিজানুর রহমান, সেক্রেটারী কামরুজ্জামান মিষ্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন, উপজেলা ছাত্র শিবিবের সভাপতি রবিউল ইসলাম রিশাদ, সেক্রেটারী রেজুয়ান হাসান সহ উপজেলা জামায়াত, পৌর জামায়াত, শিবির ও এনসিপির নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
গণমিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান জামায়াতের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.