Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাদি হত্যার বিচার না হলে ইনসাফের বাংলাদেশ হবে না, মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে হাদি হত্যার বিচার না হলে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে না- হাদি বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন বিক্ষোভকারীরা।

শহিদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবিতে মুন্সীগঞ্জ শহরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ‘ছাত্র-জনতা’।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয় কর্মসূচি। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেট এলাকায় অবস্থান ও প্রতিবাদের মধ্য দিয়ে শেষ হয় এটি। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

এতে বাংলাদেশের পতাকার নিচে “Justice For Hadi” সম্বলিত প্লে-কার্ড নিয়ে অবস্থান নিতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়াও আমরা সবাই হাদি হবো, তুমি কে,আমি কে, হাদি হাদি। ক্ষমতা নাকি, জনতা, জনতা জনতা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন নানা স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

এসময় বক্তারা বলেন, হাদি হত্যার বিচার না হলে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে না। হাদি হত্যার বিচার দ্রুত করতে হবে বলে দাবি করেন, নয়ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারীরা। হত্যার দাবি নিশ্চিত করে বাড়ি ফেরার কথা উল্লেখ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।