টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের উদ্যোগে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সদস্য অংশ নেন ।
চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ সকল প্রকার যানবাহন নিবিড়ভাবে তল্লাশি করা হয়। এ সময় ওয়েলকাম এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মোঃ কাওসার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটক কাওসার পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের ছেলে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা বহন করে পিরোজপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেছিল।
পরবর্তীতে চেকপোস্টে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টুঙ্গিপাড়া সেনা ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে , গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনীর এ ধরনের চেকপোস্ট, টহল ও তল্লাশি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকদ্রব্যের চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.