সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোটাধিকার রক্ষায় নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। ভোট কেড়ে নেওয়ার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, “সবাই নিজের ভোট নিজেই দেবে। নিজেদের ভোটের পাশাপাশি অন্যের ভোট রক্ষার দায়িত্বও আমাদের নিতে হবে।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজার মোড় সংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ১৫ বছরের নির্বাচনী সংস্কৃতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, এই অনিয়মপূর্ণ চর্চার অবসান ঘটাতে হবে। রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এমন একটি ব্যবস্থা বদলাতে চাই যেখানে শুধু রাজার পুত্রই রাজা হয়। যোগ্যতার ভিত্তিতেই দেশ পরিচালিত হওয়া উচিত।”
বাগেরহাট জেলার উন্নয়ন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জেলায় যেমন সমস্যা রয়েছে, তেমনি রয়েছে বিপুল সম্ভাবনা। জামায়াত ক্ষমতায় গেলে এসব সমস্যা পরিকল্পিতভাবে সমাধান এবং সম্ভাবনাগুলো বাস্তবায়ন করা হবে।
২০১৫ সালে শরণখোলা সফরের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেসময় ভাঙাচোরা রাস্তাঘাটের কারণে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টসাধ্য। জামায়াত সুযোগ পেলে কোনো বৈষম্য ছাড়াই দেশের সকল পশ্চাদপদ অঞ্চলে উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “আমরা দেখব না কোন এলাকা এমপির, আর কোন এলাকা মন্ত্রীর—প্রতিটি এলাকাই হবে জামায়াতের।”
পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেবে না।
তিনি স্পষ্ট করে বলেন, “আমরা বন্ধু চাই, প্রভু নয়।” পারস্পরিক শ্রদ্ধাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভিত্তি হবে।
গণভোট প্রসঙ্গে জামায়াত আমির জনগণকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার এবং ব্যালটের মাধ্যমে জোটপ্রার্থীদের সমর্থন জানানোর আহ্বান জানান।
জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের জামায়াত ও দশ দলীয় জোটের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দিয়ে জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন—বাগেরহাট-১ আসনে অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খাঁন,বাগেরহাট-২ আসনে শেখ মনজুরুল হক রাহাদ হক,বাগেরহাট-৩ আসনে অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ এবং বাগেরহাট-৪ আসনে অধ্যক্ষ শেখ আব্দুল আলিম।
জামায়াত আমিরের আগমনকে ঘিরে দুপুরের পর থেকেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

