Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রশাসনে অতিরিক্ত সচিব হলেন দুমকির শামীমুজ্জামান ফিরোজ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে পদোন্নতি পেয়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব শামীমুজ্জামান ফিরোজ। সরকারের এই গুরুত্বপূর্ণ পদে তাঁর পদোন্নতিতে নিজ জেলা পটুয়াখালীসহ বিশেষ করে দুমকি উপজেলায় আনন্দের জোয়ার বইছে।

শামীমুজ্জামান ফিরোজ তাঁর দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন। তাঁর এই পদোন্নতি কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি দুমকিবাসী তথা পটুয়াখালীর জন্য একটি গর্বের বিষয়। পাংগাশিয়ার মাটির এই কৃতি সন্তান দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে আজ এই সম্মানজনক অবস্থানে উপনীত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় (২৭ জানুয়ারি ) তাঁর এই সাফল্যে পটুয়াখালীর সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। এলাকাবাসীর মতে, শামীমুজ্জামান ফিরোজ একজন জনবান্ধব ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত। তাঁর মেধা ও অভিজ্ঞতা আগামী দিনে দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একজন সৎ ও যোগ্য কর্মকর্তা হিসেবে শামীমুজ্জামান ফিরোজের এই পদোন্নতি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশ ও জনগণের সেবায় তাঁর আগামী দিনগুলো আরও সাফল্যমন্ডিত হোক এবং তিনি যেন তাঁর কর্মের মাধ্যমে এলাকার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন এটাই সবার প্রত্যাশা। পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়ার মাটির গৌরব জনাব শামীমুজ্জামান ফিরোজ ভাইয়ের এই সাফল্যে আমরা গর্বিত। তাঁর নিরন্তর অগ্রযাত্রা কামনা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।