Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় শিল্প পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

শিল্পের রাজধানী হিসেবে পরিচিত খুলনায় পরিকল্পিতভাবে শিল্প ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে খুলনায় বন্ধ মিলগুলো পুনরায় চালু করা হবে এবং নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনার সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জলাবদ্ধতা সমস্যার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, খুলনাবাসীর সঙ্গে আলোচনা করে অগ্রাধিকারভিত্তিতে সমস্যার সমাধান করা হবে। দীর্ঘদিনের এই সংকট নিরসনে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

বেকারত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বেকারভাতা নয়—নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই জামায়াতের লক্ষ্য। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে বেকারদের কর্মে যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।

নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে ঘর ও কর্মক্ষেত্র—সব জায়গায় মা-বোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিশোধে বিশ্বাসী নয় জামায়াতে ইসলামী। অতীতে দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হলেও কাউকে প্রতিশোধের শিকার করা হয়নি বলেও দাবি করেন তিনি।

একটি রাজনৈতিক দলের কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণ পরিকল্পনার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, কার্ড দেওয়ার নামে নারীদের অসম্মান করা হলে তা মেনে নেওয়া হবে না।

খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনাবাসীর পক্ষে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে—বিলডাকাতিয়া ও বিলবাদুড়িয়াসহ সব বিলের জলাবদ্ধতা নিরসন, বন্ধ মিল চালু, পাইপলাইনে গ্যাস সরবরাহ, বিশেষায়িত হাসপাতাল আধুনিকায়ন, আধুনিক বিমানবন্দর নির্মাণ এবং সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্পে রূপান্তর।

সভায় আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, খুলনা-৪ আসনের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হুসাইন, জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।