Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে রক্তের বন্ধনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে রক্তের বন্ধন জামালপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রক্তের বন্ধন জামালপুর জেলা শাখার সভাপতি হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হাই আলহাদী, এ কে এম রবিউল আলম লুইপা, শাকের আহমেদ চৌধুরী, মোজাহিদুর রহমান, আব্বাছ আলী, রক্তের বন্ধনের উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ আলী এবং সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুল হক সীমান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এটি শুধু একজন মানুষের জীবন রক্ষা করে না, বরং রক্তদাতার নিজের শরীরের জন্যও উপকারী। নিয়মিত রক্তদান করলে শরীরে অতিরিক্ত আয়রনের মাত্রা কমে যায়, ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস পায়। এছাড়া রক্তদান ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখে এবং নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে।

বক্তারা আরও বলেন, সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নির্দিষ্ট সময় পরপর রক্তদানে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠান শেষে রক্তের বন্ধনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।