জামালপুর প্রতিনিধি
জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে রক্তের বন্ধন জামালপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রক্তের বন্ধন জামালপুর জেলা শাখার সভাপতি হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হাই আলহাদী, এ কে এম রবিউল আলম লুইপা, শাকের আহমেদ চৌধুরী, মোজাহিদুর রহমান, আব্বাছ আলী, রক্তের বন্ধনের উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ আলী এবং সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুল হক সীমান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এটি শুধু একজন মানুষের জীবন রক্ষা করে না, বরং রক্তদাতার নিজের শরীরের জন্যও উপকারী। নিয়মিত রক্তদান করলে শরীরে অতিরিক্ত আয়রনের মাত্রা কমে যায়, ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস পায়। এছাড়া রক্তদান ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখে এবং নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে।
বক্তারা আরও বলেন, সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নির্দিষ্ট সময় পরপর রক্তদানে এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠান শেষে রক্তের বন্ধনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.