কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের নির্বাচনী এলাকার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া নতুন বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে।
জানা গেছে মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতের আধাঁরে এ ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়েছে।
এ বিষয়ে এলাকার স্থানীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ তীব্র নিন্দা এ ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি এ ঘটনার সঠিক ও সুষ্ঠ তদন্ত পূর্বক অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছেন।
এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান,এখনও লিখিত অভিযোগ হাতে পাইনি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.