মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
কবি নজরুল সরকারি কলেজে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের (২০২৬-২৭) মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের (২০১৯-২০) সেশনের আসিফ আলমগীর সাগর এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের (২০২২-২৩) সেশনের মো: এবাদুল মোল্লা।
বুধবার (২৮ জানুয়ারি)ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা অরূপ দেবনাথ এবং আশরাফ সরকার জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য ৫৩ জন সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অনুপ শংকর দাস, মুক্তার হোসেন, খন্দকার আশিকুল ইসলাম, জামির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হুমায়ন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সেকান্দর ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান এবং মোহাম্মাদ আসাদুল্লাহ,অর্থ সম্পাদক আসিফ আলমগীর, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম,উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আরাদ্ধা রিফা জান্নাত, শারীরিক শিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির মৃধা, আন্তঃবিভাগ সমন্বয় বিষয়ক সম্পাদক এম.এইচ হেভেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার আকিব, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সুমন পরিবেশ বিষয়ক সম্পাদক উদয় ঘোষ, উন্নয়ন বিষয়ক সম্পাদক ইনজামামুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, বিতর্ক বিষয়ক সম্পাদক নয়ন বন্ড, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক রোহান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, সাফিউল ইসলাম, শাওন হাসানাত, সাবিত হোসেন, মোহাম্মদ আলী সিয়াম, মোঃ শাফায়েত সিজাম, নাজমুল হুসাইন, মোঃ মোস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.