বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকতার হোসেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার বগারচর ইউনিয়নের আলীর পাড়া গ্রামে বিএনপির নির্বাচনী সভায় তিনি বিএনপির এমপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
আকতার হোসেন দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন।
তাঁর বাড়ি বগারচর ইউনিয়নের মোরারপাড়া গ্রামে।
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত নবযোগদানকৃত আকতার হোসেনকে স্বাগত জানান।
নির্বাচনী সভায় বিএনপিতে যোগদান করা আকতার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতি করেছি। আমি আজ থেকে জিয়ার আদর্শ নিয়ে বিএনপির রাজনীতি শুরু করলাম। তাই তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান।
নির্বাচনী সভায় এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক এমপি মিল্লাতের বড় ছেলে সৌরভ জামান, ছোট ছেলে শাহাদাত বিন জামান শোভন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন জুয়েল সহ প্রায় ৩ হাজার মানুষ ও দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।

