টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ ৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ যদি বাংলাদেশে না থাকে তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকেনা। আর বিএনপিও থাকে না, আওয়ামী লীগও থাকেনা।বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের দল ঐক্যবদ্ধভাবে রাজপথে স্বাধীনতা বিরোধীদের মোকাবেলা করবো ইনশাল্লাহ।
বুধবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত এক জনসভায় একথা বলেন তিনি।
জিলানী বলেন, নির্বাচন এসেছে আর স্বাধীনতা বিরোধীরা জোট করেছে। সেই জোট থেকে গোপালগঞ্জ ৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে রাজবাড়ী থেকে এক ভদ্রলোক আসছে, মাথায় জিন্না ক্যাপ পড়ে। পাকিস্তানিরা যে ক্যাপ পড়ে এলাকায় চলাচল করতো সেই একই ক্যাপ পড়ে উনি সনাতনী ধর্মাবলম্বী ও মানুষকে ধোকা দেওয়ার জন্য এখানে এসে নির্বাচন করার পায়তারা করছে। আমি কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খাটো করে দেখছি না। কিন্তু যারা ধর্মের লেবাস পড়ে মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে ভোট নিতে চান তাদের বিরুদ্ধে কথা আমাদের বলতেই হবে।
টুঙ্গিপাড়া-কোটালীপাড়া জনগণের উদ্দেশ্যে জিলানী বলেন, ৫ আগস্টের পরে এখানকার মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। কারণ ঢাকা গিয়েও তারা নিজেদের বাড়ি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ বলতে ভয় পায়। আমি দৃঢ় কন্ঠে বলতে চাই আমাকে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান শান্তি ও নিরাপত্তা আমি আপনাদের দেবো। আমি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারি তাহলে শুধু ঢাকা শহর নয় টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া বুক ফুলিয়া সিনা টান করে চলবেন।
জনসভায় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা সদস্য সচিব কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.