গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এ ককটেল নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত আকস্মিকভাবে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর দুই দিন আগে সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভীতির সৃষ্টি হয়েছে।

