খুলনা প্রতিনিধি
আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে বুধবার (২৮ জানুয়ারি) খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে নলিয়ারচরের আজমল মোল্লার বাড়িতে।
হাত-পাখা বৈঠকে প্রধান অতিথি অধ্যক্ষ ইউনুছ আহমাদ ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপ করেন। তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন। বক্তৃতায় তিনি এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের উন্নয়ন এবং নাগরিক কল্যাণের পরিকল্পনা তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ভোটাররা প্রতিশ্রুতিগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং প্রার্থীকে সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এলাকার সাধারণ মানুষ, স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দও উপস্থিত থেকে উচ্ছ্বাসময় পরিবেশ সৃষ্টি করেন।
সভায় এলাকার সমস্যা, শিক্ষার উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক সহমতের উপর আলোকপাত করা হয়। একই সঙ্গে ভোটারদের সঙ্গে সংলাপে ভবিষ্যতের পরিকল্পনা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকের শেষে ইউনুছ আহমাদ এবং নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণায় একত্রে কাজ করার অঙ্গীকার করেন।
উঠান বৈঠকটি স্থানীয়দের মধ্যে ভোটার সমর্থন বাড়ানোর পাশাপাশি নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.