গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ কৌশিক চন্দ্র সরকার (২৫) নামের তৃতীয় লিঙ্গের এক মাদক কারবারি আটক হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে।
পরবর্তীতে আটককৃত মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন যাবত ঢাকা-কুয়াকাটা রুটে মাদক পাঁচার করে আসছে বলে জানা গেছে।
৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.