মুন্সীগঞ্জ প্রতিনিধি
নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাত পাখা প্রতিকের মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল। তিনি বলেন, “দেশের তরুণ সমাজকে কর্মমুখী না করতে পারলে উন্নয়ন টেকসই হবে না। ক্ষমতায় গেলে বেকার সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে। শিল্প ও কৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯জানুয়ারী) দুপুর ১২ টায় টঙ্গীবাড়ী বাজারে নির্বাচনী গণসংযোগে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এ সময় কেএম বিল্লাল সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তার বক্তব্যে সমর্থন জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.