একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ওসি রতন শেখ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশ বিভাগ বদ্ধপরিকর। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আমরা সতর্ক রয়েছি।”
পরিদর্শনকালে ওসির সাথে আরও উপস্থিত ছিলেন—
ইন্সপেক্টর (অপারেশন) মোস্তফা কামাল
এসআই হানিফ এসআই ফয়সাল সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তারা কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলেন এবং নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.