শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জামায়াত ইসলামী বাংলাদেশ নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে অথবা তাদের জোট প্রার্থী রাজবাড়ী-১ আসনে এমপি নির্বাচিত হলে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী উচ্ছেদ করে দেবে বলে চাপা উদ্বেগ ও গুঞ্জন রয়েছে যৌনপল্লীতে।
গত বছর গোয়ালন্দ শহরে নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ তৌহিদী জনতার হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সহ হতাহতের ঘটনার পর হতে এ উদ্বেগ বেড়ে যায়। সে সময় পল্লীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পল্লীতে এখনো রয়েছে পুলিশের নিয়মিত উপস্হিতি।
তবে উদ্বেগের বিষয়টি উড়িয়ে দিয়ে যৌনকর্মীদের আশ্বস্ত করেছেন ১১ দলীয় জোট প্রার্থী ও রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর প্রধান প্রবেশপথ, পোড়াভিটা, দৌলতদিয়া রেলওয়ে ষ্টেশন, বাজার, টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গন সংযোগ করেন।
এ সময় যৌনকর্মীদের উদ্বেগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম বলেন, এ পল্লীতে যে সকল মা-বোনেরা রয়েছেন তারা কোন না কোনভাবে ভাগ্যের নির্মমতার শিকার হয়ে এখানে এসেছেন। কিন্তু তারাও মানুষ, এ দেশের নাগরিক ও সম্মানিত ভোটার।
আমি সাংসদ সদস্য নির্বাচিত হলে এবং আমাদের জোট রাষ্ট্র ক্ষমতায় গেলে যৌনপল্লীবাসীদের কল্যাণে আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করব। তাদেরকে উচ্ছেদ না করে প্রয়োজনে সরকারীভাবে পূনর্বাসন ও সম্মানজনক বিকল্প আয়ের ব্যবস্থা করে দেব। তাদের উচ্ছেদ আতঙ্কে ভোগার দরকার নাই। এ ধরনের কথা কেউ বলে থাকলে সেটা তাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা প্রচারণা।
তিনি আরো বলেন, ইতোপূর্বে ৪ দলীয় জোট সরকারের তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী, তাদের প্রয়াত নেতা আলী আহসান মুহম্মদ মুজাহিদ এই দৌলতদিয়া যৌনপল্লী পরিদর্শন করে তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছিলেন।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ নুরুল ইসলাম আরো বলেন, তিনি এমপি নির্বাচিত হলে দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের জন্য কাজ করবেন। এছাড়া গোয়ালন্দ ও রাজবাড়ী এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, রাজবাড়ীতে একটি রেলওয়ে ওয়ার্কশপ, পূর্ণাঙ্গ বিশ্ব বিদ্যালয়, সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন।একই সাথে ঘুষ,দূর্ণীতি, চাঁদাবাজি, মাদক ও শোষনমুক্ত সমাজ গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন।
গন সংযোগকালে গোয়ালন্দ উপজেলা ও দৌলতদিয়া ইউনিয়নের জোট নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.