Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের ব্যাপক অংশগ্রহণ

নোয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসনে (কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নারীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের পদুয়া মিয়ার দরজায় আয়োজিত এই উঠান বৈঠকে প্রায় দুই হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম।

বৈঠকে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, ফোরকান-ই আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান হেলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, বিশিষ্ট সমাজসেবক গোলাম রাব্বানি বাহার মিয়া, নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। তারা ভোটারদের ফজরের নামাজ আদায় শেষে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এসময় নেতারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।