কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় ৯ম পে-স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা প্রশাসনের মো. ফারুক হাসান, মো. হায়দার আলী, মো. হুমায়ুন কবীর, মো. সোহেল রানা, মো. আব্দুস সালাম, কাউনিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সাদেকুল ইসলাম, মো. সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসলেও এখনো ৯ম পে-স্কেল বাস্তবায়ন হয়নি। বর্তমান বাজারদরের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামো সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
তারা দ্রুত ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের পাশাপাশি কর্মচারীবান্ধব নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.