ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপি প্রার্থীরা কালো টাকা ছড়ানো এবং পেশিশক্তি ব্যবহার করে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন।
গত বুধবার রাতে আবুল বাশারের ঘনিষ্ঠ অনুসারী মাহাবুব হাসান সজিবকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রের দাবি, সজিব নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তার ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্র বহন করছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বাশার প্রায় ২০০ কোটি টাকার ঋণগ্রস্ত হওয়া সত্ত্বেও নির্বাচনী বৈতরণী পার হতে দেদারসে অর্থ ও অস্ত্র ব্যবহার করছেন এবং বহিরাগত লোক ভাড়া করে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছেন। জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লা প্রশাসনকে অবৈধ অস্ত্র ও কালো টাকার বিস্তার রোধে কঠোর হওয়ার আহ্বান জানান। এনসিপি বিদ্রোহী প্রার্থী হাসিবুর রহমান অপু ঠাকুর জানান, সাধারণ ভোটাররা বাশারের কালো টাকার দাপটে আতঙ্কিত।
মধুখালীর জাহাপুর ইউনিয়নে বুধবার বিকেলে বাশারের সমর্থকদের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাশারের দুই সমর্থক গণধোলাইয়ের শিকার হন। মধুখালী থানার ওসি তাইজুর রহমান জানান, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নির্বাচনী সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা মনে করছেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে নির্বাচনের দিনে বড় ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.