দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরের রিফায়েতপুর ইউনিয়নে কুষ্টিয়-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা নির্বাচনী গণসংযোগ, একাধিক পথসভা ও উঠোন বৈঠক করেছেন।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাজারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় তিনি মা বোনসহ সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে একটি রাজনৈতিক দল জামায়াত ইসলাম দাড়ি-পাল্লা মার্কা, তারা আপনাদের জান্নাতে পাঠাইয়ে দিবে। জামাতকে ভোট দিলে নাকি সবাই জান্নাতে যাবে।
আপনারা বলেন, আল্লাহ বাদে কারো জান্নতে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে? এটা শিরক, এটা ইসলামের বিরুদ্ধে কথা। তাই বলি জান্নাতে নিয়ে যাওয়ার মালিক একমাত্র আল্লাহ, জামায়াত না।
তিনি বলেন, জামায়াত একটি মৌলবাদী সংগঠন, এরা ক্ষমতায় আসলে মেয়েরা চাকুরী করতে পারবে না, বোরকা-হিজাব ছাড়া মা বোনেরা বাড়ির বাইরে বের হতে পারবেনা। তাদের বাড়ির মধ্যে বসে থাকতে হবে।
দেশের উন্নয়নে জামায়ত নয়, বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অনলে আমরা সকলে নিরাপদে থাকতে পারবো। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে তিনি রিফায়েতপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে নারী, পুরুষ ও তরুণ ভোটারসহ সবার কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন ও ধানের শীষের প্রচারপত্র বিতরণ করেন।
নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনী প্রচরণায় অংশ নেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শের আলী, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আকবর আলী, দৌলতপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও রিফায়েতপুর ইউয়িনয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা।
নির্বাচনী পথসভাগুলি জনসভায় রুপ নেয় এবং সাধারন ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়।

