নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী ৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মো. ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, প্রতিপক্ষ জামায়াত তার ও তার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়িয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারি )বিকালে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের নুর নবী মেম্বার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, “জনগণের বিপুল সমর্থন দেখে জামায়াতের প্রার্থী দিশেহারা হয়ে উঠেছে। তারা নির্বাচন কমিশনের মাধ্যমে অভিযোগ না দিয়ে সাংবাদিক সম্মেলনে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কোনো ফল বয়ে আনে না। নোয়াখালী-৫ আসনের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে প্রস্তুত। গণজোয়ারের এই শক্তিই ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।”
ফখরুল আশা প্রকাশ করেন, বিএনপি সরকার গঠনের পর এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল হবে এবং দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নকাজ, বিশেষ করে নদীভাঙন রোধসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
উঠান বৈঠকে ধানশালিক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

