রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালের কুমলাই গ্রামের শেখ জাহিদের বিরুদ্ধে সেনাবাহিনীতে চাকুরীর প্রলোভন দেখিয়ে সাড়ে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে রামপাল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা গেছে, প্রতারক শেখ জাহিদ দীর্ঘদিন ধরে তার আশপাশের এলাকার তরুণদের চাকরি দেয়ার কথা বলে তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। জাহিদ অভিভাবকদের কাছে ডুপ্লিকেট কাগজপত্র দেখিয়ে দাবি করত, “টাকা দিলে আমি আপনাদের ছেলেদের চাকুরি দেব। চাকুরি না দিলে টাকা ফেরত দেব।”
অভিযোগে উল্লেখ করা হয়েছে, কুমলাই গ্রামের মো. শহিদুল ইসলাম তার ছেলের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন। কাশিপুর গ্রামের হাফেজ মো. আলমগীরের শ্যালকের চাকরির জন্য ৯ লাখ টাকা, দূর্গাপুর গ্রামের শেখ আবু হাসানের ছেলের জন্য ৭ লাখ টাকা, শোলাকুড়া গ্রামের গাজী আনোয়ারুল কবির তার ছেলের জন্য ৪ লাখ টাকা দিয়েছেন। এর মাধ্যমে আশপাশের বহু গ্রামের সাধারণ মানুষদের হাতিয়ে নিয়েছেন প্রতারক জাহিদ। তিনি কম্পিউটারের মাধ্যমে জাল কাগজপত্র তৈরি করতেন এবং অভিভাবকদের হাতে তুলে দিতেন।
ভুক্তভোগীরা বিভিন্ন সময় শালিশ বৈঠক ডাকলেও প্রতারক জাহিদ উপস্থিত হয়নি। নিরুপায় হয়ে গত বুধবার রাতে তারা রামপাল থানায় অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ জাহিদকে খুঁজেও পাওয়া যায়নি, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এছাড়া রামপাল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.