Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৪: সভা-সমাবেশ ছাড়াই ভোটারদের কাছে পৌঁছালেন স্বতন্ত্র প্রার্থী এস এম আজমাল হোসেন

খুলনা প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনা-৪ আসনের (তেরখাদা, রূপসা ও দিঘলিয়া) স্বতন্ত্র প্রার্থী এস এম আজমাল হোসেন বাচ্চু এবার নির্বাচনী প্রচারণায় বেছে নিয়েছেন ভিন্ন কৌশল। তিনি সভা-মিছিল বা সমাবেশ এড়িয়ে সরাসরি হাটবাজার, চায়ের দোকান ও অলিগলিতে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) তেরখাদার আজগড়া ইউনিয়নের শেখপুরা বাজারসহ বিভিন্ন হাটবাজারে গণসংযোগ চালান তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের নির্বাচনী প্রতীক ‘ফুটবল’-এ ভোট দেওয়ার আহ্বান জানান।

স্বতন্ত্র প্রার্থী বলেন, “আমি চাই মানুষদের সঙ্গে সরাসরি কথা বলতে, তাদের সমর্থন ও দোয়া চাইতে। সভা বা মিছিল নয়, মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগই আমার মূল প্রচারণার পথ।” তিনি আরও উল্লেখ করেন, মানুষের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা তার মূল লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হাটবাজার থেকে সরাসরি ভোটারের সঙ্গে সংযোগের এই উদ্যোগ নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এস এম আজমাল হোসেন বাচ্চুর এই প্রচারণা খুলনা-৪-এর ভোটারদের কাছে নতুন দৃষ্টিকোণ ও সরাসরি সংযোগের উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।