খুলনা প্রতিনিধি
খুলনা-৪ আসনের (তেরখাদা, রূপসা ও দিঘলিয়া) স্বতন্ত্র প্রার্থী এস এম আজমাল হোসেন বাচ্চু এবার নির্বাচনী প্রচারণায় বেছে নিয়েছেন ভিন্ন কৌশল। তিনি সভা-মিছিল বা সমাবেশ এড়িয়ে সরাসরি হাটবাজার, চায়ের দোকান ও অলিগলিতে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) তেরখাদার আজগড়া ইউনিয়নের শেখপুরা বাজারসহ বিভিন্ন হাটবাজারে গণসংযোগ চালান তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের নির্বাচনী প্রতীক ‘ফুটবল’-এ ভোট দেওয়ার আহ্বান জানান।
স্বতন্ত্র প্রার্থী বলেন, “আমি চাই মানুষদের সঙ্গে সরাসরি কথা বলতে, তাদের সমর্থন ও দোয়া চাইতে। সভা বা মিছিল নয়, মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগই আমার মূল প্রচারণার পথ।” তিনি আরও উল্লেখ করেন, মানুষের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা তার মূল লক্ষ্য।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হাটবাজার থেকে সরাসরি ভোটারের সঙ্গে সংযোগের এই উদ্যোগ নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এস এম আজমাল হোসেন বাচ্চুর এই প্রচারণা খুলনা-৪-এর ভোটারদের কাছে নতুন দৃষ্টিকোণ ও সরাসরি সংযোগের উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

