মাসুদুর রহমান খান, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশ ও সমাজ পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “লক্ষ্মীপুরের ময়দান একসময় শহীদদের রক্তে লাল হয়ে ছিল। যারা আমাদের স্বাধীনতার সুফল পেয়েছেন, তাদের প্রতি অবমাননাকর আচরণ মেনে নেওয়া যায় না।”
ডা. শফিকুর রহমান বলেন, দেশের রাজনীতি অনেকক্ষেত্রে চাঁদাবাজি ও অস্থিরতা সৃষ্টি করেছে। তাই জনগণ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। পরিবর্তনের জন্য প্রথমে হ্যাঁ ভোটে সিল মারার মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের মার্কায় ভোট দিতে হবে।
তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, “আমরা তোমাদের বেকার ভাতা দেবো না, বরং হাতে কাজ তুলে দেবো। দেশের নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে তোমাদের শক্তি যোগাতে চাই। তোমরা স্বৈরাচার তাড়ানোর মতোভাবে দেশ গঠনের জন্য এগিয়ে আসবে।” জনসভায় তিনি জানান, ১১ দলীয় জোটের প্রায় ৬২ শতাংশ প্রার্থী যুবক।
মেয়েদের অবদানকেও স্বীকৃতি দিয়ে তিনি বলেন, “১৫ জুলাই ঢাবিতে মেয়েদের গায়ে হাত দেওয়া জাতি মেনে নেয়নি। মা-বোনদের সম্মানহানি আমরা কোনোভাবেই মেনে নেব না।” এছাড়া, তিনি শহীদ ডা. ফয়েজ আহমেদসহ লক্ষ্মীপুরের বিভিন্ন শহীদের কথা স্মরণ করেন এবং বলেন, “বাংলাদেশে আলিয়া, কওমি, তাবলিগ ও জামায়াত সবাই মিলে দেশ গড়বে। কারো চোখরাঙানি সহ্য করা হবে না।”
জেলা আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতসহ ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.