মুন্সীগঞ্জ প্রতিনিধি
তৃণমূলের মতামত উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রদান এবং দলীয় নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিবসহ বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মী পদত্যাগ করেছেন। একই সঙ্গে আরও শতাধিক নেতাকর্মী পদত্যাগ করতে পারেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেতাকর্মীরা। তবে দল ও দেশের প্রয়োজনে যেকোনো সময় তারা পুনরায় দলে ফিরতে পারেন বলেও জানান তারা।
পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিক শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, গজারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন সরকার, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী, ইমামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম, টেংগারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব এম. এ. হানিফ, হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদুজ্জামান ওহিদসহ মোট ২১ জন।
সংবাদ সম্মেলনে গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক বলেন,“তৃণমূলের মতামত উপেক্ষা করে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় কোনো শোকজ বা পূর্ব নোটিশ ছাড়াই নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। এর প্রতিবাদেই আমরা আজ পদত্যাগ করেছি। আরও শতাধিক নেতাকর্মী নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।”
ভবেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিক শিকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন,“বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন সঠিক হয়নি। তৃণমূলে জনপ্রিয় জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে। ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে তিনি আমাদের পাশে ছিলেন। আমরা তাকে ছেড়ে যেতে পারি না। তাই আমরা স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের পক্ষেই নির্বাচন করতে চাই।”
এ বিষয়ে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন,“আজ উপজেলা বিএনপির একটি পূর্বনির্ধারিত সভা ছিল। অধিকাংশ নেতাকর্মী সেখানে উপস্থিত হননি। পরে জানতে পারি তারা স্বেচ্ছায় পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির কেউ ধানের শীষের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাদের বিষয়ে কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত নেবে।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তার পক্ষে অবস্থান নেওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। নেতাকর্মীদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করেই এ মনোনয়ন দেওয়া হয়েছে এবং বহিষ্কারের প্রক্রিয়াও বিধিবহির্ভূত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.