Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকের পক্ষে উপজেলা ছাত্র সমাজের গণসংযোগ ও ভোট প্রার্থনা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকের পক্ষে উপজেলা ছাত্র সমাজের উদ্যোগে গণসংযোগ ও ভোট প্রার্থনা কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা কেদারপুর খেয়াঘাট থেকে বিপুল সংখ্যক ভ্যান নিয়ে র‍্যালি বের করেন। র‍্যালিটি কেদারপুরের বেলতলা, নিমতলা, এমপির হাট, স্টিমারঘাট বাজার ও ক্লাবগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তারা বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীরা বলেন, উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে লাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই। এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় বাবুগঞ্জ উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. সালাউদ্দিন মুন্না বলেন, “লাঙ্গল প্রতীক উন্নয়নের প্রতীক। বাবুগঞ্জ ও মুলাদীর উন্নয়নকে এগিয়ে নিতে তরুণ সমাজকে লাঙ্গল প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।”

যুগ্ম আহ্বায়ক ও কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি আসিফ হোসেন বলেন, “ছাত্রসমাজ সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। আগামী দিনে উন্নত বাবুগঞ্জ গড়তে আমরা লাঙ্গল প্রতীকের পক্ষে মাঠে রয়েছি। মানুষের প্রত্যাশা পূরণে লাঙ্গল প্রতীকই সবচেয়ে উপযুক্ত।” তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে তরুণ প্রজন্ম লাঙ্গল প্রতীকে ভোট দেবে।

গণসংযোগ কর্মসূচিতে ফারদিন হোসেন, নাজমুল হকসহ জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।