হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় স্থানীয় জনগণের নানা সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার(৩০ জানুয়ারি )বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উলাশী ইউনিয়নের লাউতাড়া ও ধলদাহ গ্রাম এবং বাগআঁচড়া ইউনিয়নের সামটা, জামতলা বাজার, বাঘাডাঙ্গাসহ ছয়টি ওয়ার্ডে একের পর এক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে আয়োজিত এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উঠান বৈঠকগুলোতে স্থানীয় প্রবীণ ব্যক্তি, নারী ভোটার ও সাধারণ জনগণ তাদের এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার সংকট, কর্মসংস্থানের অভাবসহ নানা সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত বিএনপি নেতারা জনগণের এসব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, উলাশী ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি মিজানুর রহমান, শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলি বিশ্বাস, সহ-সভাপতি মোনায়েম হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনকে বিজয়ী করতে হবে।

