কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশী বিভিন্ন জরিপে দেখা গেছে যে, বিএনপি সত্তর শতাংশের বেশি ভোট পেয়ে সরকার গঠন করবে। তিনি বলেন, "এটি সত্য এবং বাস্তব। কারণ, এখন দেশের জনগণ জাতীয় নেতা হিসেবে প্রথমেই যার নাম উচ্চারণ করে, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান।"
গত বৃহস্পতিবার রাতে (২৯ জানুয়ারি) কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভা শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
এস এম জিলানী বলেন, "দেশে ফিরে তারেক রহমান জনগণের সামনে বক্তব্য রাখছেন এবং তাঁর বক্তব্যে এমন কোনো শব্দ নেই যা কাউকে আঘাত দিতে পারে। তাই জনগণ তাঁকে মেনে নিয়েছে। এ জাতি তাঁকে তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে মনে করছে।"
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে ৪ লক্ষ গৃহিনীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে। এছাড়া, কৃষকদের জন্য কৃষি কার্ড থাকবে, যা দিয়ে বিনামূল্যে সার, বীজসহ নানা সুযোগ সুবিধা পাওয়া যাবে। দেশের প্রতিটি পরিবারের সদস্যদের স্বাস্থ্য কার্ড প্রদান করে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা হবে।
জনসভায় সভাপতিত্ব করেন শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. বিনয় কৃষ্ণ দাস, এবং বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, শিক্ষক স্বপন কুমার দে, মনতোষ বৈদ্য, অধ্যাপক রণজিৎ মধু, ডা. জাহিদ হোসেন রিন্টু, বিএনপি নেতা ফায়েকুজ্জামান শেখ, আউয়াল শেখ, তসলিম খানসহ অন্যান্য সিনিয়র নেতারা।
এর আগে, এস এম জিলানী কান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং তারাকান্দর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। তিনি সেখানে উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, "আমাকে একটি সুযোগ দিন। আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এই এলাকাকে শান্তির আবাসভূমিতে পরিণত করব।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.