মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে লৌহজংয়ের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নুরুল আমিন বুলেট (৩৭) এবং সুকুমার হাওলাদার (৩৮) নামে দুইজনকে পিস্তল, গুলি, গাজা, ইয়াবা, হেরোইন, আফিম, দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৩১ শে জানুয়ারি) ভোরে লৌহজং উপজেলার যশলদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানের মাধ্যমে লৌহজংয়ের মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকা হতে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নুরুল আমিন বুলেট (৩৭) এবং সুকুমার হাওলাদার (৩৮) কে ১ টি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ অবৈধ পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৫ কেজি গাঁজা, ৫০ গ্রাম হিরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, ৮ টি মোবাইল, ২ টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রয়ের নগদ ১৪,০০০ টাকা উদ্ধার করা হয় আটক করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত সদস্য সহ উদ্ধারকৃত সামগ্রী আইনীয় প্রক্রিয়ার জন্য লৌহজং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আরও জানানো হয়,বাংলাদেশ সেনাবাহিনী মুন্সীগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর। এছাড়াও যেকোন সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডে জড়িত সহ অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
জনগনকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয় নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.