দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জামায়াতকে দাজ্জালের সাথে তুলনা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিম।
আজ শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে ছাত্রদলের জেন-জি কার্নিভালে বক্তব্য দেবার সময় তিনি বলেন, এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম দেখিয়ে জামায়াত দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
তিনি বলেন, শয়তান দেখলে আউযুবিল্লাহ আর জামায়াত শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে।
একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, জামায়াত শিবিরের সকল সন্ত্রাসী কর্মকান্ডকে ১২ তারিখ মানুষ লাল কার্ড দেখাবে। তিনি বলেন, গুপ্ত সন্ত্রাসীদের আর ছাড় দেয়া হবে না।
কয়েক হাজার তরুনদের নিয়ে জেন-জি কার্নিভালে ধানের শীষে ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী, জাহিন বিশ্বাস এশা প্রমুখ।
স্থানীয় ছাত্রদলের আয়োজনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় জেন-জি কার্নিভাল।

